Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

(1)              ইপিআই কার্যক্রমঃ এ কর্মসূচীর আওতায় ‘গর্ভবতী মা’ ও শিশুকেউপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে এবং ওয়ার্ড ভিত্তিক স্থায়ী ইপিআই কেন্দ্র সমূহেটিকা দেয়া হয় ।

 

(2)             যক্ষা ও কুষ্ঠ রোগ নিয়ন্ত্রন কার্যক্রমঃ   সন্দেহজনক যক্ষারোগীদের উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে সরকারী ছুটির দিন ছাড়া কার্যদিবসে বিনামূল্যে কফ পরীক্ষা করা হয়। যক্ষা জীবানু সনাক্ত হলে  তাদেরকে বিনামূল্যে যক্ষার ঔষধ  বিতরন করা হয়।

 

(3)            জাতীয় টিকাদিবস কর্মসূচী পালনঃ  এ কার্যক্রমের আওতায় ০- ৫ বছরের শিশুদের পোলিও টিকা খাওয়ানো হয় ।

 

(4)              ডায়রিয়া নিয়ন্ত্রন কার্যক্রম  ও  জাতীয় ভিটামিন ‘এ’ পস্নাস ক্যাম্পেইন কর্মসূচী ।

 

            (৫) ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকঃ    ৬(ছয়)টি  উপস্বাস্থ্য কেন্দ্র  ও চালু ৩২টি কমিউনিটি ক্লিনিকে  রোগীদের চিকিৎসা দেয়া হয়।            জটিল রোগীদের চিকিৎসার জন্য  উচ্চতর হাসপাতালে রেফার্ড করা হয় ।

 

(6)             আর্সেনিক কার্যক্রমঃ   মাঠপর্যায়ে ‘‘আর্সেনিকোসিস’’ রোগী সনাক্তকরন, ব্যবস্থাগ্রহন এবং তথ্যপ্রেরন ।

 

(7)             স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমঃ মাঠ পর্যায়ের কর্মীদের সহায়তায় বাড়িবাড়ি গিয়ে স্বাস্থ্যশিক্ষা বিষয়ক শিক্ষা দেয়া ।

 

(8)             ‘স্কুল হেলথ’ কর্মসূচীঃএ কার্যক্রমের আওতায় প্রাইমারীস্কুলের ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যশিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং কৃমি ট্যাবলেট বিতরন করা হয়।

 

(9)             জন্ম  ও  মৃত্যু নিবন্ধন  কার্যক্রম ।

 

(10)         মাঠ পর্যায়ে ‘‘এএফপি ’’ রোগী সনাক্তকরনঃএ কর্মসূচীর আওতায় ১৫ বছরের নীচে শিশুদের হাত-পা হঠাৎ অবশ হয়ে গেলে এর তথ্য সংগ্রহ ও  প্রেরন ।

(11)         ম্যালেরিয়া/কালাজ্বর/ফাইলেরিয়া/বার্ড-ফ্লু/সোয়াইন-ফ্লু/ডেঙ্গু/ এ সকল রোগ সংক্রান্ত তথ্য সংগ্রহ  ও প্রেরন ।